শনিবার, জুন ৩, ২০২৩
Homeআমেরিকাবাইডেনের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ

বাইডেনের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে তার সাথে আধা ঘণ্টা সময় কাটানো তার স্টাফদের একজনের সোমবার সকালে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার পর প্রেসিডেন্টের এ পরীক্ষা করা হয়। হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
এক বিবৃতিতে হোয়াইট হাউস’র প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, রোববার বাইডেনের নিয়মিত এন্টিজেন পরীক্ষা করা হয় এবং তার স্টাফের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা তাকে অবহিত করার পর পিসিআর টেস্ট করা হয়। উভয় পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
সাকি বলেন, সেন্টার্স ফর ডিজিস অ্যান্ড প্রিভেনশনের দিকনির্দেশনা অনুযায়ী উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন এমন কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেও তার কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই। ফলে এক্ষেত্রে বাইডেন তার প্রাত্যহিক কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img