বিয়ানিবাজার উপজেলার কোনা শালেশ্বর গ্রামে চৌধুরী ট্রাস্ট এর উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

গত বিশ মে চৌধুরী ট্রাস্ট এর আর্থিক সহযোগিতায় সিলেটের বিয়ানিবাজার উপজেলার কোনা শালেশ্বর গ্রামের প্রায় একশত অসহায় বন্যায় কবলিত পরিবারের মাঝে চাল , ডাল,পিঁয়াজ,সয়াবিন তৈল, আলু প্রদান করা হয়। এসময় চৌধুরী ট্রাস্ট এর পক্ষে শিমুল চৌধুরী, হীরাত চৌধুরী প্রমুখ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসী কামরুজামান চৌধুরী, গহর চৌধুরী, তাহেরুজামান চৌধুরী ও দেলোয়ার চৌধুরীর আর্থিক সহায়তায় চৌধুরী ট্রাষট পরিচালিত হয়।


জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি তাহেরুজামান চৌধুরী জিনু ত্রাণ সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।