বুধবার, জুন ৭, ২০২৩
Homeপ্রধান সংবাদবুড়িগঙ্গা দখলমুক্ত করায় সংসদে নৌ-প্রতিমন্ত্রীর প্রশংসা

বুড়িগঙ্গা দখলমুক্ত করায় সংসদে নৌ-প্রতিমন্ত্রীর প্রশংসা

নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রশংসা করেছেন কয়েকজন এমপি। দখলমুক্ত করে নদীর জমি সরকারের দখলে নিয়ে আসার জন্য তাকে ধন্যবাদ জানান জাতীয় পার্টির সংসদ সদস্যরা। গতকাল সোমবার সংসদে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল পাসের সময় এ নিয়ে কথা বলতে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রীর প্রশংসা করেন তারা। বিলটির জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর আলোচনাকালে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্ন বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করেছেন সাহকিতার সঙ্গে। বুড়িগঙ্গা নদীর যারা দখলদার ছিল, তাদের মধ্যে সরকারি দলেরও অনেকে ছিল। তিনি সবকিছু উপেক্ষা করে দখলমুক্ত করেছেন। অনেক অবৈধ স্থাপনা ভেঙে ফেলে সরকারের আয়ত্তে এনেছেন। তিনি বলেন, আমরা শুধু সমালোচনা করি না। ভালো কাজের জন্য ধন্যবাদ দেই। এজন্য বুড়িগঙ্গা দখলমুক্ত করতে তাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। জাতীয় পার্টিন পীর ফজলুর রহমান বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী বুড়িগঙ্গার দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে সততার সঙ্গে তিনি অনেক প্রভাবশালীর স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন। জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, বুড়িগঙ্গা দখলমুক্ত করা হয়েছে। কিন্তু এটা আবার দখল হয়ে যেতে পারে। এত কষ্ট করে দখলমুক্ত করা হয়েছে। এটা যেন আর দখল হতে না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একসময় বুড়িগঙ্গায় নৌবিহার হতো, এটা যদি এই সরকারের সময় আবার চালু হয় তাহলে ভালো হবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img