নিউইয়র্ক। নিজস্ব প্রতিনিধিঃ ঈদুল ফিতর সন্নিকটে কড়া নাড়ছে। বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসে এখন কেনাকাটার মহা ধুমধাম চলছে। বেড়েছে মানুষের আনাগোনা। মহিলা পুরুষের ঢ্ল নেমেছে বলা যায়। সব দোকানেই ভীড় বেড়েছে শেষ সময়ের কেনাকাটায়। শাড়ী পাঞ্জাবী বাচ্চাদের জামাকাপড়, স্বর্নলংকার কেনা কাটায় ব্যস্ত সবাই।

এদিকে ঈদকে ঘীরে উৎসবকে চাংগা করতে ব্যাতিব্যস্ত সবাই। জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠন। জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যাবসায়ী এসোসিয়েশনের নেতারা সহ অন্যান্যরা বাঙালির মিলন কেন্দ্র জ্যাকসন হাইটসে ঈদকে অধিকতর উপভোগ্য করতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। জেবিবিএর সেক্রেটারি ফাহাদ সোলয়মানকে সদলবলে আলোকসজ্জা তদারকি করতে গিয়ে উৎফুল্ল দেখা যায়।

এবারের চাঁদ রাতের আয়োজনও ব্যাপক। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে উৎসব আনন্দ। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা একে একে গান গাইবেন।
দর্শকদের নাচাবেন। সারা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সকলের প্রিয় সঞ্চালিকা সোনীয়া। সব শেষে ঈদের দিন ঈদের জমাত হবে জ্যাকসন হাইটসে। সকলের এখন সব কিছুতে অংশ নেয়া ও দেখার অধির অপেক্ষা।