ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ট্রাকচালক ও অপরজন প্রাইভেটকারচালক। গতকাল রোববার সকালে উপজেলার হারুয়া বাজার ও গত শনিবার মধ্যরাতে উপজেলা শহরের ব্র্যাক অফিসের সামনে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকচালক বগুড়ার শিবগঞ্জের আবদুল হালিম (৩০) ও প্রাইভেটকারচালক ময়মনসিংহের ধোবাউড়ার সাইফুল ইসলাম (৩৬)। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার ছিদ্দিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার দিবাগত মধ্যরাতের দিকে উপজেলার চর হোসেনপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও বলেন, গতকাল রোববার সকালের দিকে একই উপজেলার হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কলমাকান্দাগামী বিশাল পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক সাইফুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, বাস জব্দ করা সম্ভব হলেও ট্রাক ও বাসচালক পালিয়েছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
আরও খবর