বুধবার, জুন ৭, ২০২৩
Homeপ্রধান সংবাদযুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন টিউলিপ সিদ্দিক

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন।
টিউলিপ শনিবার এক টুইট বার্তায় বলেন, “শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টার হিসাবে প্রায় ছয় বছর দায়িত্ব পালনের পর ছায়া অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।”
তিনি বলেন, তিনি র‌্যাচেল রিভস এমপি’র টিমে শ্যাডো চ্যান্সেলর পদে নতুন চ্যালেঞ্জ গ্রহন করার অপেক্ষায় রয়েছেন।
তিনি বলেন, “লেবার পার্টির সম্মুখ সারিতে থাকার সুবিধা আমি পেয়েছি। শিশুদের জীবন গঠনে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ এবং যারা এ শিক্ষা দিচ্ছেন তাদেরকে যথাযথ স্বীকৃতি ও সমর্থনদান করার জন্য লড়াই করা আমি কখনোই বন্ধ করবো না।”
টিউলিপ বলেন, চিলড্রেন এন্ড আর্লি ইয়ার্স বিষয়ক ছায়া মন্ত্রী হিসাবে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরো সহায়তা, শিশুদের দেখাশোনা করা, এবং বিনামূলে স্কুলে খাবারের জন্য যারা যোগ্য তাদের জন্য তিনি লড়াই করেছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img