আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ছয় জুলাই, বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর সাথে মতবিনিময় করার লক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাতে মিলিত হন।
কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর নর্থফিল্ডস্থ অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিস অথরিটির সহ সভাপতি মোঃ দিদার, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদ্দীন, আব্দুর রহিম প্রমুখ এসময় উপস্হিত ছিলেন।


বিএএসজে নেতৃবৃন্দ কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর সাথে বাংলাদেশ কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সংগঠনের নেতৃবৃন্দ তাঁদেরকে মতবিনিময় ও সাক্ষাতের সুযোগ দেওয়ায় কংগ্রেসম্যানকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ কংগ্রেসম্যানকে বলেন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁকে পাশে পাবেন বলে তাঁরা আশা করেন।বিএএসজের উদ্যোগে আগামী ১৯ জুলাই, মংগলবার অনুষ্ঠিতব্য “বাংলাদেশ মেলা”য় তাঁকে অতিথি হিসাবে উপস্হিত থাকার আমন্ত্রণ জানালে তিনি সাগ্রহে রাজি হন।


এছাড়া বিএএসজে নেতৃবৃন্দ আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মিলন কেন্দ্র “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে রাজি হন এবং তাঁর সুবিধাজনক সময়ে তিনি তা পরিদর্শনের আশ্বাস দেন।
মতবিনিময়কালে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ বিএএসজে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁরা তাঁকে সব সময় পাশে পাবেন। তিনি আরো বলেন,বাংলাদেশি আমেরিকানরা আক্ষরিক অর্থেই আন্তরিক,বন্ধুবৎসল ।তাঁরা আমার সত্যিকারের বন্ধু।