স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অনলাইন সম্মেলনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং করে। এ কাজে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন- রেজওয়ান পারভেজ (২৫), মেহেদী হাসান বিজয় (২২), নূরে আলম মো. সিহাব উদ্দিন (৩১) ও আবু আল জিন্নাতুল (২২)। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বিভিন্ন পন্থায় তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং বর্তমানে পরিচালিত কোনো আইনই তারা মানে না। সংগঠনটির সদস্যরা অনলাইন মাধ্যম, বিভিন্ন এলাকায় অবস্থান ও পোস্টারিংয়ের মাধ্যমে বাংলাদেশের অখ-তা, সংহতি, জননিরাপত্তা বিঘিœত, উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকা- চালিয়ে আসছে। এডিসি সাইদ নাসিরুল্লাহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে, গত ১৮ মার্চ উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকা- প্রচার করে একটি অনলাইন সম্মেলন করে বিভিন্ন প্রচার প্রচারণা চালায় সংগঠনটি। বাংলাদেশের অখ-তা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্বকে বিপন্ন করার নিমিত্তে এ কর্মকা- করে তারা। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, কার্জন হল, দোয়েল চত্বর, বংশাল থানার বিভিন্ন এলাকায় উসকানি ও উগ্রবাদী পোস্টারিংয়ের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করে হিযবুত তাহরীর। সিটিটিসির এই কর্মকর্তা আরও বলেন, রাজধানীর বংশাল থানার আগামাসি লেনের বাসায় অভিযান চালিয়ে রেজওয়ান পারভেজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট ও ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে হিযবুত তাহরীর সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত গোপন অ্যাপস পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রেজওয়ান জানান, তিনি হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং পোস্টারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। পরে রেজওনের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানার একটি বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বিজয়, নূরে আলম মো. সিহাব উদ্দিন ও আবু আল জিন্নাতুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ডিভাইস, হিযবুত তাহরীরের লিফলেট, পোস্টার ও বিভিন্ন বই জব্দ করা হয়। গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের নাম জানিয়েছেন। তারা নিয়মিত এই বাসায় আসা-যাওয়া করতেন ও সংগঠনের কাজে সহযোগিতা করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আরও জানিয়েছে, তারা হিযবুত তাহরীরের নীতি, আদর্শ প্রচার করে আসছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্য সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে সিটিটিসি।
রাজধানীতে হিযবুত তাহরীরের ৪ সদস্য গ্রেপ্তার
আরও খবর