রাজশাহীর আতাউল মোস্তাফা এবং রিনা বেগমের সন্তান প্রবাসের অত্যন্ত জনপ্রিয় শিল্পী এবং কম্যুনিটির প্রিয় মুখ আফতাব জনির সাথে মজিবুর রহমান এবং নাজনীন সুলতানার কন্যা মাসনুন সুলতানার শুভ বিবাহ গত ১৭ মার্চ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নব দম্পত্তিকে আশীর্বাদ করেন।