মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeআমেরিকাসাউথ জারসির গনেশ উৎসবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

সাউথ জারসির গনেশ উৎসবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

সুব্রত চৌধুরী-

গত ২২ সেপ্টেম্বর , শুক্রবার সন্ধ্যায় সাউথ জারসিতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে গনেশ চতুর্থী উৎসব উপলক্ষে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা নৃত্য-গীতে মিলনায়তন ভর্তি দর্শকদের মাতিয়ে রাখেন। বিশেষ করে খুদে শিল্পীদের পরিবেশনা সবাইকে বিমোহিত করে রাখে।

গীতে মিলনায়তন ভর্তি দর্শকদের বিমোহিত করে ভিয়ান, পরী,শানভি, হীর,আশি,আরভ,শিয়া, ধ্রুব ,আশনা, জে,ভানি , জিয়া,ভিয়ম,কৃসানা, কৃষা, রুহী, ভানি, জিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন।

বিপুল সংখ্যক দর্শক মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায়দর্শকরা বিমোহিত হয়ে পড়েন । মুহুর্মুহু করতালিতে তাঁরা মিলনায়তন মুখরিত করে রাখেন। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান মিলনায়তন ভর্তি দর্শকদের মনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে
দেয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img