আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-
বাঙ্গালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে
নিউজারসি অঙ্গরাজ্যের সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ। বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলানটিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে গত
২০ ডিসেম্বর,মঙ্গলবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


সভার শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন নূর মোহাম্মদ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টের সকল শহীদ, একাত্তর এর সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে ও মনিরুজজামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বেলাল হোসেন,আব্দুর রহিম, বেলাল উদ্দীন, জুয়েল, নূর মোহাম্মদ, ফারুক তালুকদার, জাকিরুল ইসলাম খোকা,মাসুদ চৌধুরী, বোরহানউললাহ কাউসার,কাজী মনসুর খৈয়াম, শেখ কামাল মনজু, মোক্তাদির রহমান, নুরুন্নবী চৌধুরী শামীম,মোঃ বেলাল প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন,জাতির পিতা একটি সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন যা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।



বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী ও সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী মেহজাবীন মেহা । নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি আবদুর রফিক মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।