আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ২৯ মার্চ, মঙ্গলবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ওইদিন সন্ধ্যা সাতটায় (স্থানীয় সময়) আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউর ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ এই উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কথামালা, শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকণ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, দেশের গানের সমন্বয়ে অনুষ্ঠানের ডালি সাজানো হয়েছে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উওর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী জলি দাশ ও স্বপন দাশ।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি আবদুর রফিক, সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদেরকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।