আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী:
যুক্তরাষ্ট্রের নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের স্থপতি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। সতেরো মার্চ, বৃহস্পতিবার রাতে এই উপলক্ষে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউর ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কথামালা, কবিতা পাঠ ও কেক কাটা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা হয়।


সংগঠনের সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরানের সঞ্চালনায় ও সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেখ কামাল মনজু, মো: বোরহানউললাহ, আব্দুর রহিম, মো: মনিরুজামান, বেলাল হোসেন , নূর মোহাম্মদ , কাজী আব্দুল মান্নান প্রমুখ ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত ছড়া পাঠ করেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক গুণাবলির শ্রেষ্ঠতম অনুষঙ্গ ‘ঔদার্য’।মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাসে গুটিকয়েক মানুষ এই বিরল গুণের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধু তাঁর বিশাল মানবিক ঔদার্য দিয়েই কোটি কোটি মানুষের নেতা হয়েছিলেন, কোটি মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন, তাদের নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করতে পেরেছিলেন, সর্বেপরি বাঙালির জন্য একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন রাষ্ট্রের বাস্তবায়ন করে দিয়েছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, পাকিস্তানি জান্তার বিরুদ্ধে সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের বড় একটি সময় কারাগারেই কাটাতে হয়েছে । কিন্তু এ দেশের শোষিত-বঞ্চিত মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর দায়িত্ববোধে বারবার জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে লড়ে গেছেন তিনি। তাঁর বজ্র হুংকারে বারবার পিছু হটেছে পাকিস্তানি শাসকেরা।বাংলার মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন তিনি। শেখ মুজিব হয়ে উঠেছিলেন এ দেশের মানুষের শেষ কথা, শেষ আশ্রয়।
সভায় বক্তারা আরো বলেন, আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ। যে স্বাধীন দেশ বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন এবং সারা বিশ্বে তার উন্মেষ ঘটিয়েছেন তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দূর্বার গতিতে। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সহজ উপায় হলো তাঁর আদর্শকে মাথায় নিয়ে যে যার অবস্থানে থেকে দেশ এবং দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া।


সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের নানামুখী ভূমিকার কথা তুলে ধরেন। সভায় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রবাসে সক্রিয় স্বাধীনতা বিরোধী শক্তির কূটচালের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।