রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
Homeআমেরিকাসাউথ জার্সিতে ২০ সেপ্টেম্বর, বুধবার কীর্তন মেলা

সাউথ জার্সিতে ২০ সেপ্টেম্বর, বুধবার কীর্তন মেলা

সুব্রত চৌধুরী, সাউথ জার্সি থেকে :
আটলাণ্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আগামী ২০ সেপ্টেম্বর ,বুধবার এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্হিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে “কীর্তন মেলা” অনুষ্ঠিত হবে।ওইদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত কীর্তন মেলা চলবে। উল্লেখ্য, গনেশ চতুর্থী উৎসব উপলক্ষে “কীর্তন মেলা”র আয়োজন করা হয়েছে।

আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আয়োজিত কীর্তন মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহনকারী কীর্তনীয়ারা হলেন শুভানন্দ দাস,
বৃন্দাবন প্রিয়া দাসী , অনুরাধা দাসী, কেশব দাস ও এসি আটলানটিক সিটি কীর্তনীয়া সম্প্রদায়।

ঈশ্বরের নাম, লীলা,ও তার গুণাবলীকে সুর, তাল লয়ে বেঁধে এক অপূর্ব রসে নিবেদন করাকে বলে কীর্তন।
“এই কলিযুগে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরমার্থ লাভের আর কোন উপায় নেই। অন্যান্য অনেক আধ্যাত্মিক পন্থা আছে যেগুলি পারমার্থিক উন্নতির সহায়ক, কিন্তু এই যুগে (কলি) সেগুলি কার্যকরী নয়।”
ধ্যান, যজ্ঞ এবং বিগ্রহ অর্চন- এই পারমার্থিক কর্মগুলি ফলপ্রসূ হয় যখন সঙ্গে ভগবানের দিব্যনাম কীর্তন করা হয়। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে, “বিগ্রহ অর্চনের মাধ্যমে হৃদয় নির্মল হয়, যদি সঙ্গে কীর্তন করা হয়। কারণ এটি আমাদেরকে ভগবানের সাথে সরাসরি যুক্ত করে।”

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী কীর্তন মেলায় অংশগ্রহনের জন্য প্রবাসী হিন্দুদের আমন্ত্রণ জানিয়েছেন।
সাউথ জার্সিতে “কীর্তন মেলা” আয়োজনের সংবাদ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img