শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Homeপ্রধান সংবাদসাপে কামড়েছে সালমান খানকে

সাপে কামড়েছে সালমান খানকে

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। নিজের খামারবাড়িতে সাপে কামড়ালো এই অভিনেতাকে। পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন ভাইজান। সেখানেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, নিজের খামারবাড়িতে সাপে কামড় দিয়েছে সালমানকে। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নেওয়া হয়। সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ভাইজানকে।

বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা।

সোমবার (২৭ ডিসেম্বর) সালমানের ৫৬ তম জন্মদিন। তার আগেই এমন ঘটনা ঘটে। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।

২০২০ সালের জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। প্রথম লকডাউনের সময়ও এখানেই আশ্রয় নিয়েছিলেন সালমান।

বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বিয়ের আগে তুরস্ক ও রাশিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শিগগিরই আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন তারা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img