শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeআমেরিকাসৈয়দ শহীদ “ইউনাইট হেয়ার লোকাল ৫৪” এর নির্বাচনে ট্রাস্টি বোর্ডের সদস্য পদে...

সৈয়দ শহীদ “ইউনাইট হেয়ার লোকাল ৫৪” এর নির্বাচনে ট্রাস্টি বোর্ডের সদস্য পদে নির্বাচিত

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ২৪ জুন,২০২২, শুক্রবার অনুষ্ঠিত আটলান্টিক সিটির শ্রমিক সংগঠন “ইউনাইট হেয়ার লোকাল ৫৪” এর নির্বাচনে ট্রাস্টি বোর্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান সৈয়দ শহীদ।

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হোসেনপুর গ্রামের সৈয়দ বাড়ির মরহুম সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দা সাফিয়া বেগমের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ শহীদ ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসেন।তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক।

সুনামগঞ্জ সরকারী কলেজের স্নাতক সৈয়দ শহীদ স্ত্রী সৈয়দা লুৎফা হুমায়রা সহ পরিবার পরিজন নিয়ে এগ হারবার টাউনশীপে বসবাস করেন।

আটলান্টিক সিটির হ্যারাস ক্যাসিনোতে কর্মরত জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারন সম্পাদক সৈয়দ শহীদ তাঁকে ট্রাস্টিবোর্ডের সদস্য পদে একাওর শতাংশের বেশি ভোট দিয়ে নির্বাচিত করায় সম্মানিত সকল ভোটার বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির সকল ভোটার এবং কমিউনিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img