নিউইয়র্ক ৫ সেপ্টেম্বর। আবু নছর: পৃথিবীর রাজধানী খ্যাত নিউইর্কের জেকসন হাইটস বলা যায় বাংলাদেশীদের এদেশীয় (আমেরিকান) রাজধানী।

জ্যাকসন হাইটস এলাকাবাসী নামিয় সংগঠ অরাজনৈতিক চরিত্র অব্যাহত রেখে, দেশপ্রেমর বলিষ্ঠতা নিয়ে মিলে মিশে ঐকবদ্ধ থাকার প্রবাসে এক দৃষ্টান্ত মুলক নজির স্থাপন করেছে। এখানে যেমন পালন করা হয় বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী তেমনই জিয়ার মৃত্যু বার্ষিকীও।
আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের বাৎসরিক বারবিকিউ পার্টি। মনোরম পরিবেশের ওয়াল্ড ম্যারিনাতে অনুষ্ঠিত হবে এবারের বারবিকিউ পার্টি।
সন্ধ্যা ছয়টা থেক রাত এগারোটা পর্যন্ত চলবে।
এলাকাবাসী সংগঠনের সভাপতি মো:সাকিল মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের স্বপরিবারে স্ববান্ধব উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।