আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে “জাতীয় শোক দিবস” উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ।
আগামী ১৫ আগস্ট, সোমবার রাত নয়টায় আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্হিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শোক দিবসের অনুষ্ঠানমালায় থাকছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, শ্রদ্ধাঞ্জলি, কথামালা, শোকের কবিতা পাঠ ইত্যাদি।
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি আবদুর রফিক ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন এমরান আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক সহ মুক্তিযুদ্ধের সপক্ষের প্রবাসী বাংলাদেশীদেরকে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।