আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: পরিকাঠামো প্রযুক্তির এক বিস্ময় ‘পদ্মা সেতু’ উদ্বোধনের ক্ষণকে স্মরণীয় করে রাখতে নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা “বিজয় উৎসব”
করবে।
আগামী ২৪ জুন, শুক্রবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউস্থ “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এর মিলনায়তনে এ ‘বিজয় উৎসব’ অনুষ্ঠিত হবে।
‘বিজয় উৎসব’ করার প্রস্তুতি নিয়েছে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ।
ওইদিন সন্ধ্যা আটটায় শুরু হবে “বিজয় উৎসব” এর অনুষ্ঠান। অনুষ্ঠানের ডালি সাজানো হয়েছে কথামালা , আবৃত্তি ও সংগীতের সমন্বয়ে।
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফিক ও সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান “বিজয় উৎসব”এ অংশগ্রহন করার জন্য প্রবাসী বাংলাদেশিদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।