আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: পবিএ রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতেবাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে পবিএ মাহে রমজান উপলক্ষে ‘ইফতার ও দোয়া মাহফিল’ এর আয়োজন করা হয়েছে।
আগামী ২৬ এপ্রিল, মঙ্গলবার, সন্ধ্যায় আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ইফতার মাহফিলে যোগদানের জন্য প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন।